parineeti 1 a674d27dbc485cf0c56c969b89d75fa7 বিনোদন

পরিণীতি সামনে আনলেন অজানা তথ্য

ইত্তেহাদ নিউজ ডেস্ক  : ভারতজুড়ে এখন পরিণীতি চোপড়ার প্রশংসা চলছে। কারণ ইমতিয়াজ আলি নির্মিত বায়োগ্রাফিক্যাল সিনেমা ‘অমর সিং চামকিলা’য় অনবদ্য অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি চরিত্রের প্রয়োজনে এতে গানও গেয়েছেন। সেটাও মুগ্ধ করছে দর্শক-শ্রোতাদের।এই ফুরফুরে সময়ের মধ্যেই নিজের এক অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি। জানালেন, অভিনয় দিয়ে নয়, শোবিজ জগতে তার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল গান […]

image 795920 1713425758 বিনোদন

পরিণীতির কাছে তার স্বামী শিশুর মতো

ইত্তেহাদ নিউজ ডেস্ক : গত বছর উদয়পুরে বিয়ে সারেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। আপ নেতা রাঘবের সঙ্গে বলিউড অভিনেত্রী পরিণীতির দেখা হয় পাঞ্জাবে। সেখানে আপ পার্টির তরফে ভোট প্রচারের দায়িত্বে ছিলেন রাঘব। অন্যদিকে ইমতিয়াজ় আলির ছবি ‘চমকিলা’র শুটিং করতে যান নায়িকা। ছবির সেটে দেখা। সেখান থেকে আলাপ গড়ায় প্রেমে। শেষমেশ বলি নায়িকা পরিণীতির মন জয় […]