পরিবেশ সংরক্ষণে একাধিক আইন থাকলেও নেই সঠিক বাস্তবায়ন
অপরাজিতা সাহা স্বর্ণা: একটি শিশুর পুষ্টি ও বিকাশের জন্য মায়ের দুধ যেমন অপরিহার্য, ঠিক একইভবে পরিবেশ রক্ষা ও সৌন্দর্য্যমণ্ডিত করতে বৃক্ষ অপরিহার্য। পরিবেশকে শান্ত, শীতল ও মনোমুগ্ধকর করে রাখে মাটি থেকে বেড়ে উঠা বৃক্ষ, যা আমাদের চারপাশকে জীবন্ত করে তোলে। অথচ এই বৃক্ষগুলোকেই আমরা কারণে অকারণে প্রতিনিয়ত নিধন করছি নানা উপায়ে। আমরা এটাও জানি যে […]