পান বরজে দুর্বৃত্তদের হানা, ক্ষতি ২ লাখ টাকা
ইত্তেহাদ নিউজ,গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের পান চাষির পান বরজে হানা দিয়ে ফের পানের লতা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।এতে বরজ মালিকের কমপক্ষে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। শুক্রবার (২৮ জুন) সকালে পানচাষি মানিক ভদ্র জানান, চাঁদশী বাজারের উত্তর পার্শ্বে ১৫ শতক জমি লিজ নিয়ে ৮৯ […]