b2 2405231730 এশিয়া সংবাদ

চির নিদ্রায় শায়িত ইব্রাহিম রাইসি

ইত্তেহাদ নিউজ ডেস্ক : কপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসিসহ অন্যান্য নেতা ও কর্মকর্তার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ রাইসির লাশ তার জন্মশহর মাশাদে প্রখ্যাত শিয়া নেতা ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হয়। এছাড়া নিহত পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ অন্যদের লাশ তাদের নিজ নিজ শহরে দাফন করা হয়। দাফনের আগে […]

raisi en মতামত

ইব্রাহিম রাইসি : যে কারণে আলোচিত

এপি: ইরানের রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দীর্ঘ দিন ধরে দেশের সর্বোচ্চ নেতার একজন শিষ্য এবং শিয়া ধর্মশাসনে তাঁর সম্ভাব্য উত্তরসূরিদের অন্যতম হিসেবে গণ্য করা হতো। রাষ্ট্রীয় গণমাধ্যমে রবিবার রাইসির হেলিকপ্টারের “কঠিন অবতরনের” খবর প্রেসিডেন্টের উপর নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে। রাইসি এমন সময়ে প্রেসিডেন্ট হন যখন ইরান একটি সামাজিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে এবং পারমানবিক […]