প্লাস্টিকে মোড়া বাংলাদেশ
নাভিদ সালেহ : ১৬১০ সাল। মুঘল সালতানাৎ-এর সেনাপ্রধান, বাংলার সুবেদার ইসলাম খান চিশতী, বারো-ভূঁইয়া মুসা খাঁকে পরাস্ত করেন। বাংলার রাজধানীকে রাজমহল থেকে স্থানান্তরিত হতে হবে। বুড়িগঙ্গা তীরবর্তী ঢাকার চেয়ে উত্তম ঠিকানা আর কী হতে পারে! পৃথিবীর আর সব প্রধান নগরীর মতো স্থাপনা হয় মহানগর ঢাকার। সে সময়, বুড়িগঙ্গা ছিল গঙ্গার সমুদ্রযাত্রা পথের সহযাত্রী। গঙ্গা থেকে […]