দুর্নীতি অনিয়মে ডুবতে বসেছে বরিশাল বিআরটিসি বাস ডিপো
বরিশাল অফিস : বরিশাল বিআরটিসি বাস ডিপো। দুর্নীতি -অনিয়মে ডুবতে বসেছে রাষ্ট্রীয় যোগাযোগ পরিবহনের একমাত্র সংস্থার বরিশাল ডিপোটি। পদ্ম সেতু চালু হলেও এখন পর্যন্ত নেয়া হয়নি কোন পরিকল্পনা। পুরনো টিসি ও ডিসি বাস দিয়ে চালানো হচ্ছে রুটগুলো।বহিরাগতদের দেয়া হচ্ছে কাউন্টারের দ্বায়িত্ব।চালকরা সরকারি চাকুরী করলেও বিভিন্ন রুটে বিআরটিসির বাস দেয়া হচ্ছে সাব লীজ। কেউ কেউ বরিশালে […]