বরিশাল শিল্পকলা একাডেমী :দুর্নীতির মাস্টার কালচারাল অফিসার অসিত বরন দাস
মামুনুর রশীদ নোমানী,বরিশাল: বিতর্ক আর দুর্নীতি ও অনিয়ম পিছু ছাড়ছেনা শিল্পকলা একাডেমীর বরিশাল জেলা কালচারাল অফিসার অসিত বরন দাস গুপ্তের।যোগদানের পর থেকেই বিতর্ক পিছু লেগে আছে তার।অসিত বরন দাসের দুর্নীতি ও অনিয়মের তদন্ত করছে বরিশালের জেলা প্রশাসন।দুদকেও রয়েছে অভিযোগ। সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ড বৃদ্ধি ও সাংস্কৃতিক প্রবাহ তৈরী না করে সরকারি অর্থ আত্মসাত করে সহায় সম্পদ […]