রাষ্ট্রীয় শোক দিবসে বানারীপাড়া -উজিরপুর বিএনপির আনন্দ ও মিষ্টি বিতরণে তোলপাড়
বরিশাল অফিস : জাতীয় শোক আর উদ্বেগের এই মুহুর্তে বানারীপাড়া ও উজিরপুর বিএনপির নেতারা মত্ত মিষ্টি পান, উল্লাস আর আনন্দে।শোকে মুহ্যমান জাতি।আর এস সরফুদ্দিন আহমেদ সান্টু মত্ত মিষ্টি খেতে।এই খবর বানারিপাড়া ও উজিরপুরে ছড়িয়ে পড়লে বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং সমর্থকরা হতবাক ও বিস্মিত হয়েছেন।জানিয়েছেন ধিক্কার।প্রকাশ করেছেন ক্ষোভ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্রাজেডিতে গোটা […]