বোটানিক্যাল গার্ডেন: হাঁটাহাঁটিও চড়া ব্যবসার দখলে!
ইত্তেহাদ নিউজ ডেস্ক : প্রায় ২ কোটি মানুষের বসবাসের নগরী রাজধানী ঢাকায় সবুজ খোলা প্রান্তর, উদ্যান নিতান্তই অপ্রতুল। মানুষজন প্রাণভরে নিঃশ্বাস নেবে, এমন সবুজ উদ্যানের সংখ্যা একেবারেই হাতেগোনা। তারপরও এসব উদ্যানের কাছাকাছি এলাকায় বসবাসকারীরা তো বটেই, দূরদূরান্ত থেকেও নগরবাসী একটু ফুরসত পেলে মুক্ত বায়ু সেবনে উদ্যানে ঘুরতে যান। নগরবাসীর এই হাঁটাহাঁটি ও বায়ু সেবনও চলে […]