রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য হারাচ্ছে শাপলার বিল
বাসস : নাম লাল শাপলার বিল হলেও এ যেন গোলাপি আর সবুজের রঙের মাখামাখি। দূর থেকে দেখে মনে হয় যেন গোলাপ আর সবুজের চাদরে ঢাকা বিল। কাছে গেলেই চোখ জুড়ায় বিস্তৃত বিলের জলে ফুটে থাকা লাখ লাখ শাপলা। এ দৃশ্যে নিমিষেই মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা এবং আগৈলঝাড়া উপজেলার বাগধা […]