সুলতানি আমলের নিদের্শন শংকরপাশা শাহী মসজিদ
ইত্তেহাদ নিউজ,হবিগঞ্জ : ইতিহাসের স্বাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী উচাইল শংকরপাশা শাহী জামে মসজিদ। এখনও এর সৌন্দর্য্যে বিন্দুমাত্রও ভাটা পড়েনি। বরং ৭০০ বছর পড়ে এসে দিনে দিনে যেন এর সৌন্দর্য্য আরও বাড়ছে। ক্রমান্বয়েই মসজিদটির প্রতি মানুষের আগ্রহও বাড়ছে। প্রায় প্রতি দিনই অনেক দর্শনার্থীরা এটি দেখতে যাচ্ছেন। মসজিদের দেয়ালের অধিকাংশ স্থানই আরবির পাশাপাশি সংস্কৃত ভাষায় রয়েছে নানা […]