শিমচাষ করে স্বাবলম্বী ভোলার দুই শতাধিক পরিবার
সাব্বির আলম বাবু : ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের একই গ্রামের দুই শতাধিক পরিবার শিম চাষের সঙ্গে জড়িত ৩০ বছর ধরে।কোড়ালিয়া গ্রামের এ শিমের চাষ চলছে কয়েক যুগ ধরে। আর এ চাষের ওপর ভিত্তি করেই এ গ্রামের কৃষকরা জীবিকা নির্বাহ করে থাকেন। গ্রামটিতে পা রাখার পর চোঁখে পড়বে পথের দুই পাশের জমিতে শিমের বাগান। […]