1706424571 4db9fe464bac7fe337d87b641ef1b4ed বাংলাদেশ বরিশাল

তালতলীর দোয়েল ক্লিনিকে নবজাতকের পিঠ কেটে ফেলা চিকিৎসকের নেই সার্জারির ডিগ্রি

আমতলী (বরগুনা) প্রতিনিধি : অপারেশন থিয়েটারে নবজাতকের পিঠ কেটে ফেলা সেই চিকিৎসক রুনা রহমানের সার্জারি ডিগ্রি এবং অ্যানেস্থেসিয়া চিকিৎসক একেএম রায়হানুল ইসলামের ডিগ্রি নেই। এছাড়া দুই বছর ধরে ক্লিনিকের লাইসেন্সও নবায়ন নেই।কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম প্রভাব খাটিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে দোয়েল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চালিয়ে আসছেন।বুধবার অনুসন্ধানে এ […]