পানির দাবিতে নারীরা নদীতে ভাসিয়ে দিলেন কলস
সাতক্ষীরা প্রতিনিধি: বিশ্ব পানি দিবসে সাতক্ষীরার সুন্দরবন উপকূলের নিরাপদ পানির দাবিতে নদীতে খালি কলস ভাসিয়ে দিয়ে প্রতিবাদ করেছেন শত শত নারীরা। মুন্সিগঞ্জ টু হরিনগর সড়কে খালি কলস উল্টে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।আজ শুক্রবার (২২ মার্চ) সকাল ৭টা থেকে দিনব্যাপী এই পানি দিবসের আয়োজন করে সুশীলন। কর্মসূচির সভাপতিত্ব করেন সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু।সারা দেশে বিভিন্ন […]