95508 abl1 সংবাদ এশিয়া

মিয়ানমারে সেনাবাহিনীর হেলিকপ্টারে গুলি, ব্রিগেডিয়ার-জেনারেলসহ ৪ সামরিক কর্মকর্তা নিহত

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  থাই সীমান্তে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার অবতরণের প্রস্তুতিকালে তাতে স্নাইপাররা গুলি করেছে। এতে একজন ব্রিগেডিয়া-জেনারেল সহ সেনাবাহিনীর সিনিয়র অন্য তিনজন সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনীর সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, এ ঘটনা ঘটে সোমবার থাইল্যান্ড সীমান্তের কাছে মায়াবতী শহরের কাছে থিঙ্গানিনাউঙ্গ শহরে।নিহতরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল আই মিন […]