Sultan Mahmud 1 ইত্তেহাদ এক্সক্লুসিভ

মুক্তিযুদ্ধে সুলতান মাহমুদ বীর উত্তম : যার নেতৃত্বে হয়েছিল অপারেশন কিলোফ্লাইট

আহমাদ ইশতিয়াক: এক বর্ণিল কর্মময় জীবন ছিল তার। কর্মজীবনে তিনি কখনো দায়িত্ব পালন করেছেন বিমানবাহিনীর প্রধান হিসেবে, কখনো রাষ্ট্রদূত হিসেবে। কিন্তু তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগকেই জীবনের সবচেয়ে বড় সুযোগ হিসেবে বিবেচনা করতেন। তিনি যখন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতেন তখন তার চোখেমুখে ভীষণ আবেগ ভর করত। বলতেন, ‘এদেশ তো আর পাঁচ দশটা দেশের মতো স্বাধীন হয়নি। লাখো […]