অভিনেত্রী সুহানা কিনলেন সাড়ে ৯ কোটির সম্পত্তি
ইত্তেহাদ অনলাইন ডেস্ক : বাবা শাহরুখের পথেই হাঁটছেন সুহানা খান। সম্পত্তি কিনে নতুন করে জোর চর্চায় এলেন এই তারকা কন্যা। আনুষ্ঠানিকভাবে না জানালেও বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিনেত্রী মুম্বাইয়ের কাছে আলিবাগের থাল গ্রামে বড় একটি জমি কিনেছেন।জমিটির দাম ৯ কোটি ৫০ রুপি। এ জন্য তাকে ৫৭ লাখ রুপির স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। আলিবাগের রায়গঢ়ের থাল গ্রামে […]