গলাচিপায় হত্যা মামলায় মিথ্যা চার্জশিট, বিনা অপরাধে মামা-ভাগ্নের ১০ মাস ১৭ দিন কারাবাস
ইত্তেহাদ নিউজ,অনলাইন :মেডিকেল রিপোর্টে আঘাতের চিহ্ন না থাকলেও হত্যা মামলা দায়ের, চার্জসিট প্রদান, এলাকায় তোলপাড়। শুরু হয় ধরপাকড়, অর্থ বাণিজ্য খেলা। পূর্ব পরিকল্পিত সাজানো নাটকের গুরু ফ্যাসিস্ট দোসর রিয়াজ। সহযোগিতায় মামলার তদন্ত কর্মকর্তা ও বাদী। বাদীর ঘরে ভূরিভোজের মধ্যদিয়ে সাজানো হত্যা মামলার আসামীপক্ষ এলাকা ছাড়া করেন তদন্ত কর্মকর্তা সোহেল রানা। সরেজমিন ঘুরে আসামীপক্ষ এবং এলাকাবাসী […]