হবিগঞ্জে ঘুরেনি বাসের চাকা
কিবরিয়া চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপি ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিন আজ। অবরোধের কারণে হবিগঞ্জে বাস চলাচল বন্ধ রয়েছে। পৌর বাস টার্মিনাল থেকে একটি বাসও কোন গন্তব্যে ছেড়ে যায়নি। তবে স্বাভাবিক ছিল ছোট ছোট গণপরিবহণ। আর সীমিত পরিষরে চলাচল করছে পন্যবাহী পরিবহণও। বুধবার সকালে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়- হবিগঞ্জে চলাচলকারী বাসগুলো সাড়িবদ্ধভাবে […]