জয়পুরহাটে মাইক্রোবাস মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ১
জুয়েল শেখ ,জয়পুরহাট : জয়পুরহাটের কালাই মোলামগাড়ী- আওলাই আঞ্চলিক সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, হিমু কাউসার (২৬) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন রিপাত (২২) নামের একজন।মঙ্গলবার (২৮নভেম্বর) সকাল ১১ টার দিকে মোলামগাড়ি ক্ষেতলাল আঞ্চলিক সড়কের আপলাই নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত- হিমু কাউসার কালাই থানার করিমপুর গ্রামের […]