image 741283 1700254640 চট্টগ্রাম বাংলাদেশ

চিনি সিন্ডিকেট ফের সক্রিয়

চট্টগ্রাম অফিস : আলু ডিম ও পেঁয়াজের পর দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জে ফের সক্রিয় চিনি সিন্ডিকেট। কোনো কারণ ছাড়াই সিন্ডিকেট চিনির দাম বাড়িয়ে দিয়েছে। খাতুনগঞ্জে কয়েক দিনের ব্যবধানে প্রতি মনে (৩৭.২৩৭ কেজি) চিনির দাম বেড়েছে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। শুক্রবার প্রতিমন চিনি ৫ হাজার ৫০ টাকা থেকে ৫ হাজার ১০০ টাকা বিক্রি […]

নদীর তলদেশে নির্মিত টানেলে দুর্ঘটনা চট্টগ্রাম বাংলাদেশ

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলে দুর্ঘটনা : অদক্ষ চালকদের বেপরোয়া গতি

চট্টগ্রাম অফিস :  কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের পর যান চলাচল উন্মুক্ত করার ৬ দিনে টানেলের ভেতরেই ঘটলো দুটি দুর্ঘটনা। আর দুটি দুর্ঘটনার ভিডিওতে দেখা যায় দুটি প্রাইভেট কারকে পিছন থেকে ধাক্কা দিয়েছে লোকাল দুটি বাস।টানেলের ঢালু সড়ক বেয়ে উপরে ওঠা এবং সমপরিমাণ ঢালু বেয়ে নিচে নামার সময় গতি নিয়ন্ত্রণ, […]