সাহতা ইউনিয়ন ভূমি অফিস : টাকা ছাড়া মেলে না কোন সেবা
মোঃ খোকন, নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোনায় বারহাট্টা উপজেলা সাহতা ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা ( নায়েব) থেকে শুরু করে অফিস সহকারী ওয়াজেদ মিয়ার কাছেও পরামর্শের জন্য গেলে টাকা ছাড়া মিলছে না কোন সেবা। টাকা না দিলে হতে হয় ভুক্তভোগীদের হয়রানির শিকার আর টাকার কন্টাক্ট করার জন্য বাহিরেও রাখেন তাদের লোকজন। তাদের কথায় মিটমাট হলে তারপর করেন […]