মধ্যপ্রাচ্য সংবাদ

উন্মুক্ত কারাগারে ফিলিস্তিনিরা, শান্তির একমাত্র পথ দখলদারিত্বের অবসান: জেরেমি করবিন

77999 Abul 8
print news

ফিলিস্তিন এবং ইসরাইলে যেসব মানুষ অচিন্তনীয় বেদনা, মানসিক ক্ষত ও আতঙ্ক নিয়ে ভুগছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছেন বৃটেনে লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিন। নিজের ভেরিফায়েড একাউন্টে তিনি আরও লিখেছেন, ইসরাইলে বেসামরিক লোকজনের ওপর ভীতিকর হামলা নিন্দনীয়। এ জন্য বৈষম্যমূলকভাবে ফিলিস্তিনিদের হত্যার সমর্থন করা যায় না। ফিলিস্তিনিরা নিজেরা যে অপরাধ করেননি তেমন এক অপরাধের মূল্য দিচ্ছেন। খাদ্য, পানি, গ্যাস অথবা বিদ্যুৎবিহীন অবস্থায় উন্মুক্ত কারাগারে বন্দি হয়ে তারা শুধু দেখছেন তাদের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তাদের যাওয়ার কোনো জায়গা নেই। ইসরাইল এবং ফিলিস্তিনি সব বেসামরিক লোকজনের বিরুদ্ধে সহিংসতা ব্যবহারের বিরুদ্ধে নিন্দা জানানো উচিত আমাদের। আরও জীবনহানি রোধের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করছি। যুদ্ধের সময় আমাদের প্রয়োজন শান্তির পক্ষে কথা বলা। শান্তি অর্জনের একমাত্র পথ হলো দখলদারিত্বের অবসান।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *