বাংলাদেশ সিলেট

সিলেটে হত্যা ও মাদক মামলার রায়ে ২ জনের মৃত্যুদন্ড

16cfda5a4eb41e23b68ea699a467f76f 606afb089dc70 4b04202f13be96e286490ec2e6f972de
print news

বাসস: সিলেটে হত্যা ও মাদক মামলার পৃথক রায়ে ২ আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়া মাদকের মামলায় আরও দুই আসামিকে ৫ বছর করে সাজা এবং তিনজনকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত সুভাস কুর্মী ওরফে মেটন। সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনি চা বাগানের মৃত মুকুল কুর্মীর ছেলে। আদালতের রায়ে তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাদক মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আব্দুল মালিক ওরফে লিটন ওরফে লম্বা লিটন। সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম লাখের পাড় গ্রামের হাজি শহীদ উদ্দিন ওরফে শহির আলী ছেলে।
সিলেট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো, নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

 

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *