ঘুর্ণিঝড় হামুন: ১৫ দিন পেরিয়ে গেলেও বিদ্যুৎ লাইন স্বাভাবিক হয়নি মগনামায়


মোঃ আজিজুল হক, পেকুয়া : কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ১৫দিনেও স্বাভাবিক হয়নি হামুনের তাণ্ডবে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ সরবরাহ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের।গত ২৫ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় হামুনের তান্ডবে ইউনিয়নে অসংখ্য গাছপালার ডাল ভেঙে পড়ে। লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কিছু বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মগনামা ইউনিয়ন। ইউনিয়নে বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হলে ১৫ দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি পূর্বকুল গ্রামের ২টি বৈদ্যুতিক খুঁটি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীদের। দ্রুত বিদ্যুৎ সংযোগ সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পেকুয়া উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম দীপন চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে মগনামা ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে বিদ্যুৎকর্মীরা পুর্ণদ্যমে কাজ করে এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। কিন্তু ৭নং ইউনিয়নের ক্ষয়ক্ষতির বিষয়ে স্থানীয় প্রতিনিধি আমাদের কে অবগত করে নাই বলেই এতোদিন সময় লেগেছে। আগামী তিন দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে। এই বিষয়ে ইউপি সদস্য প্যানেলে চেয়ারম্যান বদিউল আলম বলেন, ৭নং ওয়ার্ডে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত ছিলাম। কিন্তু খুঁটি ভেঙে যাওয়া বিষয়ে সঠিক তথ্য আমার জানা ছিলোনা। ভুক্তভোগী ছরওয়ার আলম বলেন, আমি ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবের ক্ষয়ক্ষতির পর থেকে ইউপি সদস্য বদিউল আলম কে অবগত করে আচ্ছি, তিনি আমাকে প্রতিদিন আস্বাস দিয়ে আচ্ছে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে তাড়াতাড়ি বিদ্যুৎ সংযোগ সরবরাহ করা হবে। কিন্ত আজ ১৫ দিন শেষ হলেও বিদ্যুৎতের দেখা নাই। ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, পেকুয়া উপজেলায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হওয়ার পরপর আমি মগনামায় বিদুৎ সংযোগ নিয়মিত করছি। ৭নং ওয়ার্ড পূর্বকুলে বিদ্যুৎ সংযোগ এখনো যে আসে নাই আমাকে কেউ অবগত করে নাই। আজকে আমি শোনার পর পেকুয়া বিদ্যুৎ অফিসে যোগাযোগ করছি। আগামী তিন দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news