খেলাধুলা

দৌলতখানে কৃষি কর্মকর্তাদের সঙ্গে ফুটবল খেললেন কৃষকরা

s.babu
print news

সাব্বির আলম বাবু :
ভোলায় কৃষকদের আনন্দ দিতে ব্যতিক্রমী আয়োজন করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রীতি ফুটবল ম্যাচ ও আনন্দ ভোজে মাতলেন তারা। মঙ্গলবার দিনব্যাপী ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ইউনিয়নে চরপদ্মা গ্রামের ফসলের মাঠে ফুটবল ম্যাচ ও আনন্দ ভোজনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন মদনপুর ইউনিয়নের দুই শতাধিক কৃষক ও ২৫ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা। অনুষ্ঠান শেষে বিজয়ী কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হমদনপুর ইউনিয়নের কৃষক মহিউদ্দিন, তছির, আল-আমিন ও ইব্রাহিম বলেন, ‘আমরা কৃষকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে মাঠে ফসল উৎপাদন করি। কিন্তু আমাদের সঙ্গে কেউ কখনো আনন্দ উপভোগ করে না। কৃষি বিভাগ আমাদের জন্য আনন্দের আয়োজন করেছে। আমরা কৃষি অফিসারদের সঙ্গে গল্প করেছি, ফুটবল খেলেছি ও আনন্দ করেছি। এতে আমরা অনেক খুশি।’
দৌলতখান উপজেলার কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা বলেন, চাষাবাদে আগ্রহী ও কৃষকদের মনোবল বাড়াতে আমরা ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা আশা করছি এতে কৃষকরা আমাদের মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে মন খুলে কথা বলতে পারবেন। বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে সুবিধা হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারিসুল কবীরসহ দৌলতখান উপজেলার কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *