বরগুনায় মিনি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত থাকা ছাত্রদল নেতা গ্রেপ্তার


ইবরাহীম সোহেল, বরগুনা: বরগুনায় বিএনপি জামায়েতের অবরোধ চলাকালে মিরি ট্রাকে অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলার ঘটনায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাওয়াজ খান শুভকে গ্রেফতার করেছেন বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ২ নং গৌরীচন্না ইউনিয়নের সোনালীপাড়া থেকে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত ছাত্রদল নেতা মাওয়াজ খান শুভ, বরগুনা ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের আফজাল খানের ছেলে। বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বশিরুল আলম বলেন, গ্রেফতার কৃত ছাত্রদল নেতা মাওয়াজ খান শুভ গত ২ নভেম্বর বেলা আড়াইটার দিকে সোনারবাংলা গ্রামে চট্টগ্রাম থেকে আসা একটি মিনি ট্রাকে আগুন লাগানোর ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিল। বর্তমানে তাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। জিজ্ঞেসাবাদ শেষে তাকে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news