আদিতমারীতে দুই গরু চোর আটক


শাহজাহান সুমন ,আদিতমারী প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে দুই গরু চোরকে গরু ও পিকাপসহ আটক করে জনতা থানা পুলিশকে সোপর্দ করে।আটককৃতরা হলেন, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস এলাকার মৃত আবুল খা ছেলে আমিনুর ইসলাম (৬৫) ও মৃত সাইদুল হকের ছেলে পিকাপের ড্রাইভার নাজমুল হক (২২)।স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার (৭ নভেম্বর) উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাট এলাকার অমরেশ চন্দ্র লিটনের বাড়ীতে ভোরে ৪ জন চোর গোয়াল ঘরে বেড়া কেটে ঢুকে দুইটি গরু চুরি করে পিকআপ যোগে যাচ্ছিল। এমন সকালে সকালে লিটন ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখে গরু নেই। এমন সময় দুরে রাস্তায় একটি পিকআপ দাড়িয়ে আছে। এমতাবস্থায় চোরদের ধাওয়া করলে তারা পিকআপ যোগে গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পিছন থেকে ধাওয়া করলে অত্র ইউনিয়নের চন্ডিবাড়ী নামক স্থানে কাঁচা রাস্তায় পিকআপটি গর্তে আটকা পড়ে যায়। এ সময় এলাকার লোকজন গরুসহ দুই চোরকে আটক করে বাকীরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুর ইসলাম (৬৫) ও পিকাপের ড্রাইভার নাজমুল হক (২২) দুই চোরকে আটক করে এবং চোরাই কাজে ব্যবহৃত পিকআপ সহ দুইটি চোরাই গরু উদ্ধার। উদ্ধারকৃত গরু দুইটির আনুমানিক মুল্য ১ লক্ষ ১০ হাজার টাকা।এ ঘটনায় গরুর মালিক অমরেশ চন্দ্র লিটন বাদি হয়ে আদিতমারী থানায় আটক দুই চোরসহ পলাতক একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে নুর ইসলাম (৩২) ও হাতিবান্ধা উপজেলার উত্তর জাওরানী এলাকার মৃত আকবর আলীর ছেলে হারুন অর রশিদ ওরফে আবু (২৮) চারজনের নামে আদিতমারী একটি মামলা দায়ের করে। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news