চট্টগ্রাম বাংলাদেশ

ঈদগাঁওতে ভয়াবহ অগ্নিকাণ্ড : চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

1699410952614
print news
এম আবু হেনা সাগর, ঈদগাঁও প্রতিনিধি :   ঈদগাঁওতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটে গতকাক রাতে।এতে অফিসে সংরক্ষিত জমিজমার কাগজপত্র সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে দাবি ভুক্তভোগীর।প্রাপ্ত তথ্য মতে, ঐদিন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঈদগাঁও বাস স্টেশনের মোজাহের মার্কেট সংলগ্ন পেছনে অবস্থিত কয়েকটি রুমের একটি অফিসঘর এবং পূর্বপাশে স্থাপিত একাধিক বাথ রুম অগ্নিকাণ্ডে পুড়ে যায়। প্রায় দুইঘন্টা ব্যাপী আগুন জ্বলতে থাকে।মার্কেটের মালিক ও ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিউল আলম জানান, প্রতিদিনের মতো তাদের অফিসের স্টাফ জাবের ডিউটি শেষ করে মাগরিবের আগে নিজ বাড়িতে চলে যান। এরই পরপরই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক তারা অগ্নিকাণ্ডের কারণ জানতে পারেননি। প্রায় দুইঘণ্টা ব্যাপী অগ্নিকান্ডে তাদের অফিস ভবন ও সংলগ্ন টিনের বাথরুম গুলো পুড়ে যায়।তিনি আরো জানান,পুড়ে যাওয়া অফিসে জমির দলিল,খতিয়ানসহ সংশ্লিষ্ট মূল্যবান ও জরুরী অনেক কাগজপত্র ছিল। সর্বসাধারণের ব্যবহারের জন্য তাদের নির্মিত বাথরুমগুলোও অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়নি। ঘটনার আধঘন্টা পর প্রথমে রামু এবং পরে চকরিয়া উপজেলা থেকে দমকল বাহিনী এসে স্থানীয় জনগণের সহায়তায় অগ্নিনিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অফিস ভবন তালা মারা ছিল। খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির পুলিশ দল নিয়ে দূর্ঘটনাস্থলে যান। সচেতন মহলের মতে, ঈদগাঁও এখন প্রশাসনিক উপজেলা হলেও এখনো কোন ফায়ার সার্ভিস স্টেশন নির্মিত হয়নি। সুদূর কক্সবাজার, রামু ও চকরিয়া থেকে দমকল বাহিনী আসতে আসতে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পায়।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিদর্শন 

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে নতুন কারিকুলাম বিষয়ক শ্রেণি কার্যক্রম ৮ই নভেম্বর সকালে পরিদর্শন করলেন শিক্ষা প্রশাসনের উচ্চপদস্থ দু’ কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন মাধ্যমিকও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের আওতাধীন ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলী, অত্র অধিদপ্তরের বিশেষ শাখার উপ-পরিচালক প্রফেসর সৈয়দ মঈনুল হাসান ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন। কর্মকর্তারা চলমান নতুন কারিকুলাম বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন ও তাদের মনোভাব বোঝার চেষ্টা করেন। এই সময় প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

মহেশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভাগমনে ঈদগাঁওতে প্রস্তুতি সভা 

১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের মহেশখালী জনসভায় আসছেন। দলীয় সভাপতির শুভাগমন উপলক্ষে জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ ঈদগাঁও উপজেলা শাখার পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসার গেইট সংলগ্ন উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের সভাপতিত্বে ও  উপজেলা কৃষকলীগ সভাপতি আবছার কামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও-সদর-রামু আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুন সারওয়ার কমল এমপি। উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ নেতা হুমায়ুন তাহের চৌধুরী হিমু, সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারেক আজিজ, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুল ইসলাম এমইউপি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনজুর আলম,সাধারণ সম্পাদক শাহাজাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি, পোকখালী ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোজাহের, আওয়ামীলীগ নেতা অনুপম পাল অনু, টুটুল, বজল আহমেদ,  উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুবক্কর সিদ্দিক বান্ডি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঈদগাও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ, সাবেক সাধারণ সম্পাদক ইরফানুল করিম, সদর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুল হক, যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম, যুবলীগ নেতা মুকুল,ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি এনামুল হক রনি, জালালাবাদ সাধারণ সাহেদ কামাল।

সভাপতির বক্তব্যে ইমরুল হাসান রাশেদ বলেন, আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈদগাঁও উপজেলার প্রত্যেকটি ইউনিটে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ১১ নভেম্বর জননেত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমন সফল করতে ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের প্রতিটি ইউনিটকে সাংগঠনিকভাবে সক্রিয় করতে আমরা প্রস্তুতি সভা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বরণ করতে আমরা ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ প্রস্তুত রয়েছি।

অন্যদিকে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কক্সবাজার শুভাগমন উপলক্ষে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে মহেশখালী মাতারবাড়ী জনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, ঈদগাঁও আওয়ামীলীগের সাবেক সভাপতি সোহেল জাহান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আহমদ করিম সিকদারসহ তৃণমূলের অসংখ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *