ইরান, ইসরায়েল যুদ্ধ: ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ে বিস্ফোরণ


অনলাইন ডেস্ক : ইসরায়েলের গণমাধ্যম হারেৎজ দেশটির জরুরি সংস্থাগুলোর তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, সাম্প্রতিক পাল্টা হামলায় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের কেন্দ্রীয় কয়েকটি ভবনে আঘাত করেছে।
ইসরায়েলের চ্যানেল টুয়েলভ সংবাদমাধ্যম জানায়, ইসরায়েলের মধ্যাঞ্চলে বিভিন্ন আবাসিক এলাকায় বড় বড় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
গণমাধ্যমটি জানায়, একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবে পড়েছে।এর আগে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আইরন ডোম’ সক্রিয় হয়ে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংসের চেষ্টা চালায়।তবে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানায় সক্ষম হয়, যার ফলে তেল আবিব এবং আশপাশের এলাকায় আংশিক ধ্বংসাত্মক ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে এবং বলেছে, নিরাপদ জায়গা ছেড়ে বের হওয়া শুধুমাত্র স্পষ্ট নির্দেশনা আসার পরই সম্ভব। ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, দক্ষিণের এলাত ও আরাভা এলাকায় সন্দেহজনক ড্রোন ধ্বংস করেছে।
শুক্রবার প্রথমে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। পরে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এখন দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।
ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ে বিস্ফোরণ
ইসরায়েলি হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র তেল আবিব, হাইফাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানছে। ইরানি সংবাদমাধ্যম গুলো বলছে দেশটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে চতুর্থ দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার প্রেক্ষিতে পুরো ইসরায়েলে আবারো সতর্কতা সাইরেন বেজে উঠেছে।এখনও কিছু সময় পরপর এই সাইরেন বেজে চলেছে।
আল জাজিরা সূত্রে জানা গেছে, ইসরায়েলের উত্তরের বহু এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে ভবন, আতঙ্কে লোকজন রাস্তায় ছুটে আসে।হাইফা শহর থেকে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম।
ফার্স নিউজ এজেন্সি, ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানায়, তেল আবিবেও ব্যাপক আকারে বিস্ফোরণ হয়েছে। এসব হামলা ইরানের নতুন করে চালানো প্রতিশোধমূলক আক্রমণের অংশ বলে দাবি করা হচ্ছে। সূত্রগুলো হামলাগুলোকে “চরম তীব্র ও ব্যাপক” আখ্যা দিয়ে বলছে, এই হামলা নজিরবিহীন।ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে নাগরিকদের উদ্দেশ্যে ঘোষণা দেয়— সকল বাসিন্দাকে অবিলম্বে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
ইসরায়েলের চ্যানেল ১৪ ও চ্যানেল ১৩-কে উদ্ধৃত করে ইরানি সংবাদ সংস্থা মাহের নিউজ জানিয়েছে তেল আবিবের দক্ষিণে অবস্থিত একটি ইসরায়েলের কৌশলগত সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। অন্যদিকে, ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়েও একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে বলে দাবি করা হচ্ছে।
সবচেয়ে ভয়াবহ দাবিটি এসেছে একটি ইসরায়েলি বেসরকারি চ্যানেল থেকে—তাদের মতে, একটি ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবে একটি ৫০-তলা ভবনে আঘাত হানে, যা বিস্ফোরণের মাত্রাকে আরও ভয়ঙ্কর করে তোলে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।