জাফলংয়ে উপদেষ্টার গাড়ি আটকে দেওয়ার ঘটনায় ১৫৯ জনের বিরুদ্ধে মামলা


ইত্তেহাদ নিউজ,সিলেট : সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) পরিদর্শনে যাওয়া দুই উপদেষ্টার গাড়িবহরে পাথর শ্রমিকদের লেলিয়ে দেওয়া ও বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরে গ্রেফতারদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলায় পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দেলু, গোয়াইনঘাট উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি শাহজাহান ছাড়াও ফারুক মিয়া নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মামলায় প্রধান আসামি করা হয়েছে গাড়ি বহরের গতিরোধ করে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া পাথরখেকো বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খানকে। এছাড়া পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে সশরীরে কেন্দ্রীয় দপ্তরে হাজির হতে বলেছে কেন্দ্রীয় বিএনপি।
জানা যায়, বিক্ষোভের নেতৃত্বে ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি চিহ্নিত পাথর খেকো আজির উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ধর্ম বিষয়ক সম্পাদক রমজান মোল্লা। ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে আইনশৃংখলাবাহিনী।
এদিকে, মামলায় ৯ জনের নাম উল্লেখের পাশাপাশি ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।গোয়াইনঘাট থানার ওসি সরকার মো. তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি কাজে বাধাদান, গাড়ি আটক ও অবরোধের অভিযোগে থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ বাদী হয়ে রোববার রাতে মামলাটি দায়ের করেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান ওসি।
আসামিরা হলেন- জাহিদ খান, আজির উদ্দিন, সুহেল আহমদ, ওমর ফারুক, সুমন শিকদার, দেলোয়ার হোসেন দুলু, আব্দুস শুক্কুর, আব্দুস সালাম, আব্দুল জলিল। তারা বিএনপির অংগসঙ্গঠনের স্থানীয় পর্যায়ের নেতা।
উল্লেখ্য, গত শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে পাথরখেকোদের ইন্ধনে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন শ্রমিকরা। এতে যুবদল, ছাত্রদলের নেতারাও নেতৃত্ব দেন। ঘটনার পর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একই ঘটনায় পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীর উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।