বাংলাদেশ বরিশাল

পিরোজপুরে চাকরি দেওয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে শিক্ষক লাপাত্তা

1000131791 20250617 193341658
print news

ইত্তেহাদ নিউজ,পিরোজপুর :  পিরোজপুরের মঠবাড়িয়ায় রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে ৩৫ জনের কাছ থেকে ২ কোটি টাকা নিয়ে নজরুল ইসলাম নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর চাকরি না পেয়ে অনেকের সংসার ভেঙে যাবার উপক্রম হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পৌর শহরের একটি ভবনে আত্মসাৎকৃত টাকা ফেরত পেতে ও প্রতারক নজরুল ইসলামের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে মঞ্জুরুল ইসলাম লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাতাকাটা গ্রামের বাসিন্দা ও গুদিঘাটা সরোজিনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজরুল ইসলাম ২০২০ সাল থেকে মঠবাড়িয়া উপজেলায় গুদিঘাটা সরোজিনী, বড় মাছুয়া খেজুরবাড়িয়া, ছোট মাছুয়া, ফুলঝুড়ী সৈয়দ মেমোরিয়াল ও নলী সরদারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে ৫টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ওই ৫টি বিদ্যালয়ে নিজেকে সভাপতি বলে প্রচার চালান। বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরপর বিভিন্ন প্রলোভনে নানা কৌশলে ৩৫ জনের কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেন। গত ৫ আগস্টের পরপরই ওই প্রতারক শিক্ষক পরিবারের সব সদস্যদের নিয়ে আত্মগোপনে গেলে প্রতারণার বিষয়টি জানতে পারেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- ভুক্তভোগী মিসেস সালমা সুলতানা, সাইদুর রহমান, মো. হাসান, শিমু আক্তার, অন্তর কুমার, মুন্নি আক্তার, মো. মামুন, মোসা. সাবিনা ইয়াসমিন, মো. বাবু, মোসা. হাসিনা বেগম, সাইদুল ইসলাম, খোকন মল্লিক ও অভিভাবক মো. শহিদুল ইসলাম।

শিমু আক্তার ও মোসা. সাবিনা ইয়াসমিন বলেন, চাকরির জন্য টাকা দেওয়ার কারণে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়েছে। সাংসারিক অশান্তি বিরাজ করছে। অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম ৫ আগস্টের পর সপরিবারে পলাতক থাকায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.