বিএনপির কথা না শুনলে ইউএনওগিরি-ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে


ইত্তেহাদ নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় ঈদ পুনর্মিলনী সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেছেন, ‘বিএনপির কথা না শুনলে ওসিগিরি ও ইউএনওগিরি ছেড়ে চলে যেতে হবে। ঐক্যবদ্ধ হলে বিএনপির কথা শুনতে প্রশাসন বাধ্য হবে। তারা বিএনপির কথা শুনবে, না হয় এখান থেকে ইউএনওগিরি-ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। এখন আর সুযোগ দেওয়ার সময় নেই। এখন আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে। তাদের আর সুযোগ দেওয়া যাবে না, অনেক সুযোগ দিয়েছি।’
এ ধরনের একটি বক্তব্যেও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ইদ্রিস মিয়া এ ধরনের বক্তব্য দেননি বলে জানিয়েছেন। তিনি বলেন ভিডিওটি এডিট করা।
জানা গেছে, সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়ায় সাংগঠনিক ইউনিট বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপির সব সাংগঠনিক ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইদ্রিস মিয়া।
এর আগে পটিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির একাংশ। গত বুধবার (১১ জুন) দলীয় কয়েক নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ও কার্যালয়ে অবস্থানরতদের সন্ত্রাসী উল্লেখ করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় এ মিছিল পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এর আগে বুধবার পটিয়ায় বিএনপি অফিসের কর্তৃত্ব নিয়ে ইদ্রিস মিয়া ও এরনামুল হক এনামের অনুসারী দুইপক্ষের মধ্যে দিনভর উত্তেজনা চলে। ওইদিন সকাল থেকে দলীয় এ কার্যালয় দখলে নেয় এনাম গ্রুপের নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ে যেতে ব্যর্থ হয়ে পরে জেলা আহ্বায়ক ইদ্রিস মিয়া ইন্দ্রপুলস্থ এলাকায় সন্ধ্যায় এ কর্মসূচি পালন করেন।
পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগ সরকার আমলে এ কার্যালয় আমরাই উদ্ধার ও রক্ষা করেছি। শফি মেম্বার বা দিদারসহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আওয়ামী লীগ সরকার আমলে পটিয়ায় বিএনপি অফিস ভেঙেছিল তাদের সঙ্গে নিয়ে ইদ্রিস মিয়াকে কোনো ধরনের কর্মসূচি দলীয় কার্যালয়ে করতে দেওয়া হবে না। এছাড়া ইদ্রিস মিয়া জেলা বিএনপির আহ্বায়ক। পটিয়ার কেউ না।
জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, সন্ত্রাসীরা দলীয় কার্যালয় দখল করে রেখেছে। আমরা পূর্বঘোষিত কর্মসূচি বায়তুশ শরফ হলে উদ্বোধন করেছি।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় ইদ্রিস মিয়াকে। পরে গত ৬ মে ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।