বাংলাদেশ ঢাকা

তিন মাসে ৪৭৭ জনের বিরুদ্ধে ৫ হাজার ১১৮ কোটি টাকার দুর্নীতির মামলা, ১১১টির চার্জশিট

image 209905 1750679179
print news

বাসস: চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৫ হাজার ১১৮ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগে ৪৭৭ জনের বিরুদ্ধে ১৫৩টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসাথে এ সময়ে ১ হাজার ২৩৫ কোটি টাকার বেশি দুর্নীতির ১১১টি মামলায় ৩৫২ জনের বিরুদ্ধ চার্জশিট দিয়েছে দুদক। দুদক প্রধান কার্যালয়ের ত্রৈমাসিক এক প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

মামলায় প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, আত্মসাৎ, মানিলন্ডারিং, ঘুষ লেনদেন ও জাল-জালিয়াতি। এসব মামলায় পেশাগত দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায়, মামলার আসামিদের মধ্যে সর্বাধিক ১৪৪ জন এবং চার্জশিটে ২০৩ জনই সরকারি চাকরিজীবী। এছাড়া মামলায় ১১৩ ও চার্জশিটে ৪৯ জন বেসরকারি চাকরিজীবী, মামলায় ৪৪ ও চার্জশিটে ১৮ জন ব্যবসায়ী, মামলায় ৬০ ও চার্জশিটে ৭ জন রাজনীতিবিদ, মামলায় ১১ ও চার্জশিটে ৯ জন জনপ্রতিনিধি এবং মামলায় ১০৫ ও চার্জশিটে ৬৬ জন অন্যান্য পেশার ব্যক্তি রয়েছেন।

ইউনাইটেড সুপার ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গোলাম কিবরিয়া চৌধুরী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক চেয়ারম্যান এস আলম পুত্র আহসানুল আলমসহ ৪৪ জন মিলে ১১১৩ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ করে। রাতুল টেলিকম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও কন্যা এস আমরীন রাখি মিলে প্রায় ২৬০ কোটি টাকা মানিলন্ডারিং করে। নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানকে টেলিকমিউনিকেশন্স লিমিটেড কোম্পানির নামে প্রায় ১৯৪ কোটি টাকা মানিলন্ডারিং করে। ময়মনসিংহ ১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজ জ্ঞাত আয়বহির্ভূত ৬৪ কোটি টাকার সম্পদ অর্জনসহ প্রায় ১ লাখ ৭২ হাজার মার্কিন ডলার পাচার করে।

সেনাবাহিনীর বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহান মিলে ৩৪২ কোটি ৫০ লাখ টাকার মানিলন্ডারিং করেন। জাতীয় রাজস্ব র্বোডের সাবেক সদস্য মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ, পুত্র আহমেদ তৌফিকুর রহমান অর্নব, কন্যা ফারজানা রহমান ইপ্সিতা মিলে ৯৭ কোটি ১৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।

এসব বিষয়ে জানতে চাইলে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, কোন অভিযোগের পর মামলা নেওয়ার আগে সেটি অনুসন্ধান করে দুদক। আর মামলার ১৮০ দিনের মধ্যে চার্জশিট দেওয়া হয়। এক্ষেত্রে আমরা (দুদক) কারো কোনো দলীয় পরিচয় দেখি না। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.