যুদ্ধবিরতির মধ্যেও ইরানে ইসরায়েলি বিমান হামলা


অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের ইরানে ইসরায়েলি বিমান হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইসরায়েলি বিমান বাহিনী ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এদিকে, ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের উত্তরাঞ্চলীয় মাজান্দারান প্রদেশের বাবোলসার শহরে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। ওই এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানানো হয়েছে।
হামলার বিষয়ে ইউরোনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর তেহরানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।তেরানের স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আকাশপথে একাধিক জেট বিমান তেহরানের দিকে ছুটে যেতে দেখা গেছে।
এ ছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল একটি প্রতীকী প্রতিশোধমূলক অভিযানে ইরানের একটি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।