সংবাদ আন্তর্জাতিক

ফের আল-আকসা হাসপাতালে ইসরা*য়েলের *হা*মলা

6
print news

ইত্তেহাদ নিউজ, আন্তর্জাতিক—

ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত আল-আকসা মর্টিয়ার্স হাসপাতালের প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েল।সোমবারের এই হামলায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে।খবর আল জাজিরার।
হামলার আগে কোনো ধরনের সতর্কবার্তা দেয়নি ইসরায়েলি বাহিনী। প্রাঙ্গণে ত্রিপল টানানো যে অস্থায়ী ঘরগুলোতে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল, সেগুলো লক্ষ্য করেই হামলা চালানো হয়।বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা এখন উদ্ধারকাজ চালাচ্ছেন। হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।হামলার স্থল আল জাজিরার সম্প্রচার কেন্দ্র থেকে মাত্র ১০ মিটার (৩৩ ফুট) দূরে। এর আগেও অন্তত ১০ বার এই হাসপাতালের প্রাঙ্গণকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী।হাসপাতালের প্রশাসনিক কার্যালয়েও ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে তিনটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।চিকিৎসাকেন্দ্রগুলোতে এমন ধারাবাহিক হামলা মারাত্মকভাবে হাসপাতালে কাজের সক্ষমতাকে আরও সংকটাপন্ন করে তুলেছে।এদিকে, গাজা উপত্যকার বিভিন্ন স্থানে একের পর এক ইসরায়েলের বিমান হামলায় শত শত ফিলিস্তিনি পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-শাতি শরণার্থী শিবিরে একটি হামলায় পাঁচজন নিহত হয়েছেন।জয়তুন এলাকার একটি স্কুল এক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। স্কুলটিতে গৃহহীন পরিবারগুলো অবস্থান করছিল।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

 

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ

ইত্তেহাদ নিউজ

About Author