ইত্তেহাদ স্পেশাল

বিএনপিতে শুদ্ধি অভিযানের সিদ্ধান্ত,কারও বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই ব্যবস্থা

bnp logo with people 1722024527
print news

অনলাইন ডেস্ক : পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে হত্যার ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে শুক্রবার (১২ জুলাই) রাতে বুয়েটসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তারেক রহমানের নাম উল্লেখ করে যেসব স্লোগান দেওয়া হয়েছে, তাকে পরিকল্পিত বলে মনে করছেন দলটির নেতারা।

কেউ কেউ ফেসবুকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করে পোস্ট দিয়েছেন, যা নিয়ে দলের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার আভাস পাওয়া গেছে দলটির নেতাদের সঙ্গে কথা বলে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলছেন, ‘দায় চাপানোর “নোংরা পুরানো রাজনৈতিক চর্চা”র মাধ্যমে কেউ কেউ ফায়দা হাসিলের চেষ্টা করছেন। কিন্তু এটাও সত্যি, কিছু ঘটলে সাথে সাথে বিএনপিকে জড়িয়ে প্রচার শুরু হয়। অনেক ঘটনা পরে ভুলও প্রমাণিত হয়।’

খুলনায় যুব দল কর্মীকে হত্যা কিংবা মসজিদে ইমামকে কুপিয়ে আহত করার ঘটনাগুলো নিয়ে কিন্তু সেভাবে কাউকে কথা বলতে দেখা যায় না বলেও অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ।শুক্রবার খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যার ঘটনা ঘটেছে শুক্রবার। ওই দিনই চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা নুরুর রহমানকে জুমার নামাজের পর মসজিদের ভেতরেই কুপিয়ে জখম করা হয়েছে।তারপরও বিএনপির নেতাকর্মীদের মধ্যে অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে কি না, এমন প্রশ্নে সালাউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি একটি বিশাল দল এবং এখানে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘দল হিসেবে আমাদের যা ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আছে, সেটা আমরা নিচ্ছি। সরকারকেও সহযোগিতা করছি। নিজেরা পুলিশের হাতে দিয়েছি এমন উদাহরণও আছে। দল হিসেবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমাদের। সেটি তো করছি। সরকারের দায়িত্ব আইনি ব্যবস্থা নেওয়া।

দলের মধ্যে শুদ্ধি অভিযানের বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে জেলা থেকে তৃণমূল পর্যন্ত দেখা হবে কারও ‘রেকর্ড খারাপ’ কি না। এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে অগ্রিম ব্যবস্থা দল থেকে নেওয়া যায় কি না, সেটিও পর্যালোচনা করা হবে।এদিকে হামলায় নিহত ব্যবসায়ী চাঁদ সোহাগকে ব্যবসায়ী ও যুবদল কর্মী আখ্যায়িত করে বিএনপির সহযোগী সংগঠন যুবদল  এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, তারা এ ঘটনায় পাঁচজনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে।

তবে একই সঙ্গে তারা অভিযোগ করেছে, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল, এমন তিনজনকে আসামি তালিকায় রাখা হয়নি।স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে তার ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সাথে জড়িত ৫ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।’

তিনি আরও লিখেছেন, ‘এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ধারা ১০ এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে।’

সূত্র : বিবিসি বাংলা

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.