বাংলাদেশ বরিশাল

বরিশালে বিএনপির দুর্নাম ঘুছাতে ক্লীন ইমেজের নেতা এড.শামিমের বিকল্প নেই

FB IMG 1753011296633
print news

বরিশাল অফিস হাই স্কুলের পড়া অবস্থাই বিএনপি রাজনীতির হাতে খড়ি যার। তৃনমূলে যার অবস্থান শীর্ষে। ক্লীন ইমেজের একমাত্র বরিশালে নেতা এড. আক্তারুজ্জামান শামিম।

১৯৮৩ ইংরেজয়ঐ সময়ই জিলা স্কুলের ছাত্র দলের সভাপতি হন। তিনি আর কেউ নয় বরিশালে একমাত্র ক্লীন ইমেজের ব্যক্তিত্ব ফ্যাসিস্ট সরকারের সময়ে কারাবরণকারী বিএনপির সকলের প্রিয় নেতা বরিশাল মহানগর যুবদলের সাবেক সভাপতি এড.আক্তারুজ্জামান শামিম। দীর্ঘ ৩৫ বছরের বিএনপি করতে গিয়ে হারাতে হয়েছে জীবন থেকে অনেক সুন্দর সময়। রাজনীতি না করে অন্য পেশায় নিয়োজিত হলে হতে পারতেন হয় সরকারী কোন কর্মকর্তা না বড় ব্যবসায়ী। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান আর্দশে অনুপ্রাণিত হয়ে জীবনে পুরো সময়টি কাটিয়েছে রাজনীতিতে। আক্তারুজ্জামান শামিম ফ্যাসিট শেখ হাসিনার সরকারের গত ১৬ বছরে দলকে ও দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীকে আগলে রেখেছেন। দিয়েছেন অনুপ্রেরণা। এখানেই তার রাজনীতির নামে কর্মজীবন শেষ নয়। সে ১৯৮৬ সনে বরিশাল সরকারি কলেজের ছিলেন সাধারণ সম্পাদক। স্বৈরাচার এরশাদ সরকারের সময় বিরোধী থেকে ঐ সময়ের ৯ বছর এরশাদ সরকারের বিপক্ষে রাজপথ দাপরিয়ে বেড়াইচ্ছে। এরশাদের সময় ছিলো বিএনপির এক অকুতোভয়ী সৈনিক হয়েছে এরশাদের সময় মামলা হামলার শিকার। ছাত্র রাজনীতি সময় এড.শামিম ১৯৮৯ সনে সর্বোচ্চ ভোট পেয়ে বরিশাল বিএম কলেজের সংসদে নির্বাচিত হয়েছে সাহিত্য সম্পাদক পদে। তার বর্নাঢ্য রাজনৈতিক সময়ে ছিলো পুরো পরিছিন্ন। ১৯৯২ থেকে ১৯৯৬ সনে ছিলো বরিশাল জেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক এরমধ্যে ১৯৯৪ সনে বিএম কলেজ সংসদ নির্বাচনে জিএএস নির্বাচিত হন।এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠন যুবদলে রয়েছে অনেক অবদান। এড.আক্তারুজ্জামান শামিম বরকতউল্লাহ বুলু -আলাল এবং আলাল নিরব কমিটির বিভিন্ন পদে থেকে দলের জন্য কাজ করেছেন। এমনকি বরিশাল মহানগর যুবদলের সভাপতি থাকাকালিন সময় সুনামের সহিত কাজ করেছেন বলে জানিয়েছেন ৩০ ওয়ার্ডের নেতা কর্মীরা। আক্তারুজ্জামান শামিম শুধু বরিশাল নগরের সুনাম নয় তার সুনাম রয়েছে বিভাগের প্রত্যন্ত অঞ্চলে। কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি থাকাকালিন বিভিন্ন স্থানে যোগ্যদের বঞ্চিত করেননি বলে তার দলে সুনাম রয়েছে।

তৃণমূল বিএনপি জানিয়েছেন ৫ আগষ্টের পর বরিশাল মহানগর বিএনপি দায়িত্বরা দলের সুনামের চাইতে দুর্নাম কামিয়েছেন। বিভিন্ন ওয়ার্ড বিএনপি নেতা কর্মীরা সমর্থকরা জানিয়েছে বরিশাল বিএনপির দুর্নাম ঘুছাতে ক্লীন ইমেজের একমাত্র যোগ্য আক্তারুজ্জামান শামিম। যার কোন লোভ লালসা নেই।
যুবদল নেতা নুরুজ্জামান জানান বরিশাল বিএনপির স্বচ্ছ রাজনীতির শামিমের বিকল্প নেই।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.