বাংলাদেশ রংপুর

রংপুরে টেলিগ্রাম অ্যাপে ‘বিনিয়োগ’ ফাঁদে ফেলে মানুষকে নিঃস্ব করত তারা

image 206201 1752943957
print news

অনলাইন ডেস্ক : টেলিগ্রাম অ্যাপে বিনিয়োগে মোটা মুনাফার লোভ দেখিয়ে রংপুরের এক যুবকের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। ঘটনার পর তদন্তে নেমে পুলিশ সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৮ জুলাই) পীরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আজাদ মিয়া (২৪) এবং মো. মারুফ আহমদ পারভেজ (২১)। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোনসহ ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে।

প্রতারণার শিকার নাহিদ হাসান রংপুরের পীরগঞ্জ উপজেলার কেশবপুর এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. লাবলু মন্ডলের ছেলে।পুলিশ বলছে, টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে ভুয়া অনলাইন কোম্পানি খুলে তারা দেশের বিভিন্ন প্রান্তের সহজ-সরল মানুষকে টার্গেট করত। ‘বিনিয়োগের’ প্রলোভনে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।

পুলিশ জানিয়েছে, চলতি বছরের ২১ এপ্রিল বিকেলে টেলিগ্রাম অ্যাপে ‘https://findpenguinTour.com’ নামের একটি ভুয়া অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগ করে নাহিদ। নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিনি প্রথম দফায় মোট ৫ লাখ ৪১ হাজার ৭৬৭ টাকা পাঠান। প্রতারকরা তাকে জানায়, এই বিনিয়োগের বিপরীতে কমিশনসহ মোট ১৬ লাখ টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু কয়েক দিনের মাথায় তারা ফের ৫ লাখ ৮৫ হাজার টাকা দাবি করে এবং না দিলে কোনো লভ্যাংশ দেওয়া হবে না বলে হুমকি দেয়। ভুক্তভোগীর পিতা বাদী হয়ে গত ১৪ মে পীরগঞ্জ থানায় একটি মামলা করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পীরগঞ্জ থানার উপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারকদের শনাক্ত করেন। পরে সুনামগঞ্জের ছাতক থানার তাজপুর ও বানারশিপুর গ্রামে অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুজন এই প্রতারকচক্রের সক্রিয় সদস্য। তাদের সাথে চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.