বাংলাদেশ ঢাকা

 পুলিশের ২৮ কর্মকর্তাকে বদলি,অতিরিক্ত আইজিপিকে ওএসডি

print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  পুলিশের বিভিন্ন পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।বদলি কর্মকর্তাদের মধ্যে ১০ জন অতিরিক্ত ডিআইজি, নয়জন পুলিশ সুপার, তিনজন অতিরিক্ত পুলিশ সুপার ও ছয়জন সহকারী পুলিশ সুপার (এএসপি) রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিককে ওএসডি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

তাদের মধ্যে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহানকে পুলিশ সদর দপ্তরে, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সফিজুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে, সিআইডির অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে সারদায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সারদায়, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহকে নৌ পুলিশে, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সাইফুল হককে রেলওয়ে পুলিশ এবং পুলিশ সদর দপ্তরে সংযুক্ত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরে সংযুক্ত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে হাইওয়ে পুলিশে, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি), টাঙ্গাইল পিটিসির পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়াকে সিআইডিতে, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আবু তারেককে সিআইডিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জহুরুল হককে পিবিআই, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম মনিরুল ইসলামকে পিবিআই এবং ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী নন্দীকে এপিবিএনে পদায়ন করা হলো।

পৃথক আরেক প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও জনশৃঙ্খলা রক্ষায় শক্তি প্রয়োগ বিষয়ে প্রশিক্ষক তৈরির জন্য দুজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে। এই দুই পুলিশ কর্মকর্তাকে তিন মাস পর তাঁদের আগের কর্মস্থলে ফিরে যেতে বলা হয়েছে। তাঁরা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম ও ঢাকা এসপিবিএন-১–এর অধিনায়ক মো. আবুল কালাম আযাদ।

এদিকে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামানকে কুড়িগ্রাম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদকে পিবিআই, লিয়েন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাদীকে সিআইডিতে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. তানভীর রহমানকে বগুড়ার গাবতলী সার্কেলে, ডিএমপির এসি রাজিব গাইনকে এপিবিএনে, সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনকে খুলনা পিটিসি, র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেনকে বগুড়ার আদমদীঘি সার্কেলে এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের এএসপি তপন সরকারকে র‍্যাবে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত আইজিপি ওএসডি

গত বছরের ৩০ ডিসেম্বর পুলিশ স্টাফ কলেজের রেক্টর হন অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিক। তখন তিনি পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। পুলিশের ১২তম ব্যাচের কর্মকর্তা আবু হাসান মুহাম্মদ তারিক আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ১৭ জানুয়ারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। ওই বছরের ২ ফেব্রুয়ারি তিনি রাজশাহী পুলিশ একাডেমির (সারদা) প্রিন্সিপাল হন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.