মাদকের টাকা না পেয়ে ছেলের হাতে বাবা খুন


বরিশাল অফিস : বরিশালে মাদকের টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছেলে। রোববার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে জেলার উজিরপুর উপজেলার বরাকোটা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে নির্মম এ হত্যাকাণ্ড ঘটেছে।নিহত বাবা শাহ্ আলম খান (৬৮) ওই গ্রামের বাসিন্দা এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।
জানা যায়, মাদক সেবনের টাকা চেওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায় বাবাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ছেলে শাহ নেওয়াজ শিমুলকে (৩২) আটকে করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী মাদক সেবনের টাকা না পেয়ে বাবা শাহ আলম খানের গলায় ছুরিকাঘাত করে ছেলে শাহ নেওয়াজ শিমুল। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। পাশাপাশি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।