আজমীর হোসেন তালুকদার:
ঝালকাঠির নলছিটিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়েছে বলে অভিযোগ উঠেছে ইসলামি ছাত্র আন্দোলন নলছিটি উপজেলার সভাপতি আবু মুছা সরদারের বিরুদ্ধে।
রোববার (৩ আগস্ট ) রাতে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল এলাকায় এ ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকার হাইওয়ে থানার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিন সরদারকে নলছিটি থানার পুলিশ গ্রেপ্তার করলে তার ভাই ইসলামি ছাত্র আন্দোলনের নলছিটি উপজেলার সভাপতি মুসা সরদারের নেতৃত্বে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত