Logo English JPEG scaled

About

সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলা ভাষায় একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রচার ও প্রকাশের উদযোগ নেয়া হয় ২০২০ সালে। করোনাকালীন সময় হওয়ায় উদ্যোগটি বাধাঁগ্রস্থ হয়। ইত্তেহাদ নিউজ বিশ্বের সকল বাংলাভাষীদের সংবাদ জানা ও জানানোর মাধ্যম হবে। যারাই লেখক তারাই পাঠক এ নীতি রয়েছে আমাদের। আমাদের প্রত্যাশা সকলের মনের ভাষা তাদের মত করে প্রকাশ করবে তা প্রচার করবে “ইত্তেহাদ নিউজ ” । বাংলাদেশ,আন্তর্জাতিক,ফিচার,অনুসন্ধানী সংবাদ,প্রযুক্তি,মতামত বিভাগসহ পাঠকদের চাহিদা ও পরামর্শ অনুযায়ী সংবাদগুলো বিভাগ করে প্রকাশ করা হবে। এছাড়া থাকছে ভিডিও সংবাদ। সংবাদ গুলো দেখা যাবে এ্যাপসে,ইউটিউবে,টুইটারসহ সকল সামাজিক মাধ্যমে। “ইত্তেহাদ নিউজ “অনলাইন সাইট, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে প্রতিদিন পরিবেশন করবে বিভিন্ন রকমের খবর, বিশ্লেষণ আর শিক্ষণীয় প্রতিবেদন ভিডিও ও টেক্সট আকারে। “ইত্তেহাদ নিউজ” থেকে প্রচারিত উন্নত মানের ও বিশ্বাসযোগ্য পরিবেশনা বাংলাদেশ ও ভারত ছাড়াও মধ্যপ্রাচ্য, এশিয়া, আমেরিকা এবং ইউরোপসহ গোটা পৃথিবীর পাঠক ও ভিজিটরগন ইন্টারনেটের মাধ্যমে শোনতে, পড়তে এবং দেখতে পাবেন। “ইত্তেহাদ নিউজ” এর কর্মকাণ্ড পরিচালিত হয় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী সদর দপ্তর থেকে। ঢাকা, বরিশাল ,সিঙ্গাপুর ,সৌদিআরব এবং সাইপ্রাসে আমাদের সংবাদদাতারা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সংবাদদাতারা কাজ করছেন। এছাড়াও সারা বিশ্বে রয়েছেন “ইত্তেহাদ নিউজের বহু সংবাদদাতা। তাদের পাঠানো তরতাজা প্রতিবেদন, তথ্য, বিশ্লেষণ ইত্যাদি নিয়মিতভাবে পরিবেশন করা হয় ইত্তেহাদ নিউজে।
এম. এম. রহমান
প্রধান সম্পাদক,ইত্তেহাদ নিউজ।
সংবাদটি শেয়ার করুন....