মধ্যপ্রাচ্য সংবাদ

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন না হিজবুল্লাহ প্রধান

hamas israel war
print news

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার টিভি ভাষণে দীর্ঘক্ষণ কথা বলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। তবে এতে তিনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেননি।হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর প্রায় এক মাস পর প্রথমবারের মতো কথা বলেছেন লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। শুক্রবার (৩ নভেম্বর) টিভি ভাষণে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। তবে ওই ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি নাসরুল্লাহ। যদিও অনেকে ধারণা করেছিলেন— তিনি হয়ত যুদ্ধের ঘোষণা দেবেন। কিন্তু তিনি কেন এটি করলেন না?ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লেবাননভিত্তিক আন্তর্জাতিক বিষয়াবলীর সাংবাদিক ওরলা গুরেন এ বিষয়টি বিশ্লেষণ করেছেন।তিনি বলেছেন, নাসরুল্লাহ ভালো করে জানেন ইসরায়েলের সঙ্গে এ মুহূর্তে লেবাননের মানুষ পূর্ণমাত্রার কোনো যুদ্ধ চান না। কারণ বর্তমানে অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছে লেবানন। দেশটির অর্থনীতি ভঙ্গুর অবস্থায় আছে। এছাড়া লেবাননের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও স্থিতিশীল নেই।এছাড়া হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর ভূমধ্যসাগরে ইসরায়েলের কাছাকাছি দুটি বিমানবাহী রণতরী নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়টিও ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর যুদ্ধ ঘোষণা না করার অন্যতম কারণ হতে পারে বলে জানিয়েছেন তিনি।ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধে না জড়ালেও; ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিক্ষিপ্ত হামলা চালাচ্ছেন হিজবুল্লাহর যোদ্ধারা। গত ৮ অক্টোবর থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক অবকাঠামোয় হামলায় চালিয়েছেন তারা। এতে কমপক্ষে ১২০ ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। আবার ইসরায়েলিদের হামলায়ও হিজবুল্লাহর ৫৭ যোদ্ধা নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *