সোনারগাঁয়ে ১৬৭ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


নারায়ণগঞ্জ প্রতিনিধি : নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮৭ বিএনপি নেতাকর্মীর নামসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সোনারগাঁ থানার তালতলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়ন্ত মজুমদার বাদী হয়ে এ মামলা করেন। সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের মিরেরটেক এলাকায় রাস্তায় অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা ও নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনকে প্রধান আসামি করা হয়। শুক্রবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার। তিনি জানান, এশিয়ান হাইওয়ে সড়কে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার কাজ করছে পুলিশ। আসামিরা হলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান, এড. আবু আল ইউসুফ টিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, সোনারগাঁও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮৭ নেতাকর্মী। মামলা সূত্র জানায়, উপজেলার মিরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনসহ ৮৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা করা হয়। গত বৃহস্পতিবার বিএনপি ডাকা অবরোধের তৃতীয় দিন সকালে মিরেরটেক এলাকায় বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা ওমেশ চন্দ্র মণ্ডলের দোকানের সামনে পাকা রাস্তায় টায়ারে অগ্নি সংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। এ ঘটনায় রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে পুলিশ।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর কাঁচপুরে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পরদিন বিএনপির ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
* গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news