বগুড়ায় অবরোধ প্রতিরোধে এমপি পুত্র সনির নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন


আশাদুজ্জামান আশা ,বগুড়া : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ প্রতিরোধ ও প্রত্যাখ্যান করে শোডাউন করেন, বগুড়া শেরপুর-ধুনটের এম পির পুত্র ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনির নেতৃত্বে শেরপুর ধুনটে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে অবরোধ প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন করেন। দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে শেরপুর ধুনটের মহাসড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া ও অবস্থান করেন। রবিবার (৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনির এর নেতৃত্বে প্রায় দুই শতাদিক মোটরসাইকেল নিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা এই মোটরসাইকেল শোডাউনে অংশ নেয়। এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শেখ হাসিনার সরকার,বারবার দরকার’ ‘জামায়াত-শিবির-রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগান দিতে থাকে।এসময় তার সফর সঙ্গী ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌর মেয়র এ জি এম বাদশাহ্, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, রেজাউল করিম রেজা, আনিসুর রহমান, জয়নাল আবেদীন খান,এম এ তারেক হেলাল, সিরাজুল হক লিটন, বীর মুক্তিযোদ্ধা গোলাম ওহাব, হায়দার আলী, প্যানেল মেয়র বাবুল আক্তার বাবু,কাউন্সিলর সেলিম রেজা রিমান,আপাল শেখ, শেরপুর পৌর সভার কাউন্সিলর শুভ ইমরান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, আতিকুর রহমান আতিক,রেজাউল করিম, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুলতান মেম্বার,যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news