রাঙ্গাবালীর মৌডুবি বাজারে মিছিলে রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল


পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে হরতালবিরোধী এক মিছিলে প্রকাশ্যে রামদা (দেশি অস্ত্র) হাতে নিয়ে অংশগ্রহণ করেছেন যুবলীগের এক নেতা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়েছে। রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নে গত ২৯ অক্টোবর এ মিছিল হয়। রামদা হাতে নিয়ে মিছিল করা ওই যুবলীগ নেতার নাম কাওসার ফরাজী। তিনি মৌডুবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, মৌডুবি বাজারে সন্ধ্যায় একটি মিছিল হচ্ছে। ওই মিছিলের সামনের সারিতে রামদা উঁচিয়ে হাঁটছেন যুবলীগ নেতা কাওসার। এ বিষয়ে জানতে চাইলে কাওসার ফরাজী বলেন, ‘ওরা (বিএনপি-জামায়াত) সবকিছু করে। আমরা যদি এটুকুও না করি, তাহলে আর কী করমু আমরা? আমরা দলের জন্য করছি।’ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল বলেন, ‘এ ধরনের ভিডিও আমি দেখিনি। খোঁজখবর নিয়ে দেখছি।’ এ ব্যাপারে জানতে চাইলে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি তিনি জানেন না। বিষয়টি গ্রহণযোগ্য নয়। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটলে এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, একটি ভিডিও ক্লিপ তাঁরা দেখছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news