বাংলাদেশ রংপুর

লালমনিরহাটে ৩ দিনের জেলা ইজতেমা শুরু

Lalmonirhat Ejtoma
print news

শাহজাহান সুমন ,লালমনিরহাট : আম বয়ানের মধ্য দিয়ে লালমনিরহাটে শুরু হয়েছে তিনদিনের জেলা ইজতেমা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) লালমনিরহাট শহরের কালেক্ট্ররেট মাঠে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়েছে। আগামী শনিবার (১১ নভেম্বর) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়া কথা রয়েছে। জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সুরা সদস্য আব্দুল খালেক মাস্টার জানান, ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করছেন তাবলীগ জামাতের মুরুব্বি ও দেশবরেণ্য পাঁচ আলেম। ইজতেমায় শুক্রবার (১০ নভেম্বর) জুমার নামাজে বিপুল পরিমাণ মুসল্লি অংশ নেবেন। ইজতেমা প্রাঙ্গণে স্থাপন করা হচ্ছে একশ’র ওপরে শৌচাগার, গোসলখানা ও অজুখানা। এছাড়া বাঁশ দিয়ে ছামিয়ানা টানানোর জন্য মূল মাঠের প্রস্তুতি সম্পন্ন করা হয়। এছাড়া ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যমুনা ক্লিনিক ও লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপনের সহযোগিতায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। লালমনিরহাটের ইজতেমা মাঠে এবারে জেলার পাঁচ উপজেলা ও দুইটি পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ৫০ হাজার মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিচ্ছেন। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা যাতে সুষ্ঠুভাবে হয়, সে জন্য ইজতেমার নিরাপত্তার বিষয় মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে জেলাকে নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে।

FB IMG 1699546154747

৯ নভেম্বর ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ৩ দিনের জেলা ইজতেমা শুরু হয়েছে। ইজতেমায় লালমনিরহাট জেলাসহ দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রান মুসল্লীরা যোগ দিয়েছে। ইজতেমা উপলক্ষে মেরিন’স বাংলাদেশের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান জুয়েলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মেরিন’স বাংলাদেশের চেয়ারম্যান জয়ন্ত কুমার দেব।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট বার্তা সম্পাদক গেরিলা লিডার ড এস এম শফিকুল ইসলাম কানু, যমুনা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন আল-আজাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল। চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম আখেরী মোনাজাত পর্যন্ত চলবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *