সাহিত্য

তামান্না স্মৃতির একক থ্রিলার গল্প সংকলন “শি নো নাই বাসো”

tamanna
print news

ইত্তেহাদ অনলাইন ডেস্ক : অমর একুশে বই মেলায় আসছে লেখক তামান্না স্মৃতির একক থ্রিলার গল্প সংকলন “শি নো নাই বাসো”।বইটির প্রচ্ছদ করেছেন মোঃ সাদিতউজজামান। চৌদ্দটি ভিন্ন ধারার থ্রিলার ছোট গল্প নিয়ে সাজানো হয়েছে “শি নো নাই বাসো” সংকলনটি।বইটির মুদ্রিত মুল্য ৩০০ টাকা।পাঠক ২৫ থেকে ৩০ শতাংশ ছাড়ে রকমারি সহ যে কোনো অনলাইন বুকশপ থেকে সংগ্রহ করতে পারবেন চমৎকার এই থ্রিলার সংকলনটি।নতুন বই সম্পর্কে তামান্না স্মৃতি জানান, “শি নো নাই বাসো” একটি জাপানি বাক্য।এর অর্থ “যেখানে মৃত্যু নেই”।এই নামটি কেন পছন্দ করলাম তার ব্যাখ্যা এক কথায় দিতে না পারলেও এটুকু বলতে পারি, দুই একটা গল্প বাদে প্রতিটা গল্পের সাথে বইয়ের নামের সামঞ্জস্য পাঠক খুব ভালো মত খুঁজে পাবেন।“শি নো নাই বাসো” তে সর্বমোট চৌদ্দটি থ্রিলার গল্প রয়েছে। এর মাঝে সবগুলো গল্প যে রগরগে ক্রাইম, ফ্যান্টাসি কিংবা হরর থ্রিলার তা হয়ত নয়।তবে চৌদ্দটি গল্পের প্রায় প্রতিটি গল্পে পাঠক ভিন্ন রকমের স্বাদ পাবেন।থ্রিলার এই গল্প সংকলনটি বইমেলায় পাওয়া যাবে নয়া উদ্যোগের ২৫২ নম্বর স্টলে।পাঠকেরা বইমেলা থেকে বইটি সংগ্রহ করতে পারবেন ২৫ শতাংশ ছাড়ে।তামান্না স্মৃতির জীবনের অধিকাংশ সময় কেটেছে রাজশাহীতে।পেশায় একজন চিকিৎসক হলেও বাংলা সাহিত্যের সাথে সখ্যতা সেই ছোটবেলা থেকে।লেখালেখির প্রথম হাতখড়ি হয়েছিল উচ্চ মাধ্যমিকে পড়তেন যখন সেই সময়।বাবা মা-ও পাশে থেকে সব সময় অনুপ্রেরনা জুগিয়েছেন।বর্তমানে তিনি ঢাকায় স্বামী এবং দুই সন্তান নিয়ে চুটিয়ে সংসার করছেন।তিনি বিশ্বাস করেন, একজন লেখকের সবচেয়ে বড় পাওয়া হলো নিজের লেখার মাধ্যমে পাঠকের হৃদয়ে শক্ত একটি অবস্থান গড়ে তোলা।নিজের বলিষ্ঠ লেখনীর দ্বারা জীবনের বাকি সময়টুকু সেই চেষ্টাই করে যাবেন তিনি।

2d900c77 f6fa 4291 9f14 5669858aa890

এই পর্যন্ত তার লেখা ছোট গল্পের সংখ্যা পঞ্চাশটির-ও বেশী।তার প্রকাশিত উপন্যাসগুলোর মধ্যে “হঠাৎ ছায়ার ভূবনে” (সাইকোলজিক্যাল থ্রিলার), “চৌধুরী কথন” (সামাজিক), “ত্ন” (ফ্যান্টাসি থ্রিলার) এবং “ত্ন শেষ অংক” (ফ্যান্টাসি থ্রিলার) অন্যতম।

তার রচিত “চৌধুরী কথন” উপন্যাসটি “চলন্তিকা বেস্ট সেলার পুরস্কার ২০২১” এবং “ত্ন” উপন্যাসটি থ্রিলার ক্যাটাগরিতে “চলন্তিকা পাণ্ডুলিপি সাহিত্য পুরস্কার ২০২২” অর্জন করে।

ই-বুক প্ল্যাটফর্মে প্রকাশিত তার উপন্যাসগুলোও পাঠক মহলে বেশ জনপ্রিয়।এছাড়াও বিভিন্ন গল্প সংকলন, সাহিত্য ম্যাগাজিন, অনলাইন এবং দৈনিক পত্রিকায় তিনি নিয়মিত গল্প এবং প্রবন্ধ লেখেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *