‘লালপরী’ অভিনেত্রী জয়া আহসান


৯ ফেব্রুয়ারি দুই বাংলায় মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অভিনীত দুটি ছবি। পশ্চিমবঙ্গে ‘ভূতপরী’ আর বাংলাদেশে ‘পেয়ারার সুবাস’।এরই মধ্যে লালশাড়ি পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন জয়া।
ভূতপরীর প্রিমিয়ারে তিরি পরেছেন টুকটুকে লাল কাতান শাড়ি। ক্যাপশনে লিখেছেন, ‘ভূতপরী প্রিমিয়ার লুক
ছবিতে মরে গিয়ে ভূত হয়ে গেছেন বনলতা। ভূত হয়ে সে মরতে চায় কিন্তু মরতে পারছে না। এই সময় তাকে সাহায্য করে একটি বাচ্চা ছেলে।
‘ভূতপরী’ ছবির গল্প, টিম এবং পরিচালনা নিয়ে দারুণ খুশি এ অভিনেত্রী। একই সঙ্গে ছবিটি নিয়ে বেশ আশাবাদীও তিনি।
এর আগে জয়া ফেসবুকে ‘ভূতপরী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, তিনি গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছেন। সেইসঙ্গে পা দোলাচ্ছেন। পাশাপাশি তার পেছনে পরীর মতো দুটি ডানা। ছবি: জয়া আহসানের ফেসবুক থেকে
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news